উপজেলা ও সিটি কর্পোরেশন পুকুর খড়নের জন্য আবেদন।
উপজেলা ও সিটি কর্পোরেশন পুকুর খড়নের জন্য আবেদন আমরা গ্রামের বিভিন্ন খালবিলে পুকুরে মাছ চাষ করে থাকি। সে পুকুর খরনের অনুমোতি নিতে হয় নির্বাহী অফিসারের কাছে এবং সিটি কর্পোরেশন অফিস কর্মকর্তার থেকে।
এই পুকুর খড়নের জন্য কি কি করতে হয় তা আজ আমরা জানবো। সেই বিষয় আমি আপনাদের শিখাবো যে ঐ অফিসে স্যারদের কি ভাবে দরস্খত বা আবেদন করা হয়।
ভূমিকা
আমাদের দেশে অনেক খাল বিল রয়েছে সে বিলো বড় বড় পুকুর তৈরী করতে গেলে সরকার অনুমোতি গ্রহণ যোগ্য হয়ে থাকে তাই বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে দরখাস্ত দিয়ে থাকে উপজেলা ও সিটি কর্পোরেশন পুকুর খড়নের জন্য আবেদনে আমি যে দরখাস্ত লিখবো সেটি আমার লেখার নিয়মে আপনি লেখে ধিলে কাজ হবে।
২১ এপ্রিল ২০২৪
বরাবর
উপজেলা নির্বাহী অফিসার
দূর্গাপুর উপজেলা,রাজশাহী।
বিষয়: পুরাতন পুকুরের পাড় সংস্কার
জনাব,
অত্র উপজেলার ৭নং জয়নগর ইউনিয়নের অন্তর্গত ব্রহ্মপুর মৌজা'র (জেএল নং ২) আমাদের মালিকানাধীন আরএস খতিয়ান ৫২০ভুক্ত দাগ নং ১২৮৬ (২.১৩ একর) অবস্থিত পুকুর ও দাগ নং ১২৮৭ (.৮৮ এর কাত .৩৩) অবস্থিত ডোবা (এই দুটি দাগ মিলিতভাবে বহুবৎসর যাবৎ একটি পুকুর) এর সকল পাড় সংস্কার করা প্রয়োজন হয়ে পড়েছে।
চলতি এপ্রিল-মে ২০২৪ খৃষ্টাব্দে আমরা উপরোক্ত পুকুরের পাড়সমূহ এক্সক্যাভেটরের সাহায্যে সংস্কার করতে চাই।
এ-বিষয়ে আপনার সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি।
(মুহম্মদ )
গ্রাম: ব্রহ্মপুর, ডাকঘর: হরিরামপুর,
৭নং জয়নগর ইউনিয়ন,
উপজেলা: দূর্গাপুর
জেলা: রাজশাহী।
মোবাইল নং 017*******587
অনুলিপি প্রদত্ত হল:
১। সহকারী কমিশনার (ভূমি), দূর্গাপুর উপজেলা, রাজশাহী।
২। অফিসার ইন চার্জ, দূর্গাপুর থানা, রাজশাহী।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url