উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত লেখার নিয়ম
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর দরখাস্ত লেখার নিয়মউপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত লেখার নিয়ম, আমাদের জীবনে অনেক দরখাস্ত লেখা দরকার হয়ে থাকে সেজন্য আজকে আপনাদের সাথে আলোচনা করা হবে কিভাবে একটি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আপনি দরখাস্ত লিখবেন এবং আমরা আপনাকে সঠিকভাবে একটি দরখাস্ত লেখা শেখাবো ফলে দরখাস্তের মাধ্যমে আমরা যে আরজি জানাই সেটা অনেক ক্ষেত্রে কার্যকর হবে।
প্রিয় পাঠক আপনি হয়তোবা অনেক খোঁজাখুঁজি করেও সঠিক নিয়মে নির্বাহী অফিসারের কাছে সঠিকভাবে দরখাস্ত নিয়ম খুঁজে পাননি তাই আমরা আজ সঠিকভাবে দরখাস্ত লিখতে হয় কিভাবে সেটা বিষয়ে আলোচনা করব এবং কিভাবে করা হবে তাও জানাবো।
ভূমিকা
উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত লেখার নিয়ম এটা ফলো করলে আপনি এই দরখাস্ত বর্ণনার ভেতর আপনি সব রকমের নির্বাহী অফিসারের কাছে দরখাস্ত লিখতে পারবেন। আমি একটি মাদ্রাসার গাছ কাটা নিয়ে একটি নির্বাহী অফিসারের কাছে দরখাস্ত লিখবো। আপনি চাইলে এই বর্ণনার ভিতরে আপনি আপনার মত করে আপনার সমস্যাটি তুলে ধরে লিখতে পারবেন। শুধু নিয়ম গুলো ফলো করবেন নিয়ম গুলো থাকলে আপনার দরখাস্ত টি গ্রহণযোগ্য হবে।
পেজ সূচিপত্রঃ দরখাস্ত লেখার নিয়ম উপজেলা নির্বাহী অফিসার বরাবর
- দরখাস্ত লেখার সংক্ষিপ্ত নিয়ম
- নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত
- উপজেলা নির্বাহী অফিসারের তালিকা
- উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন
- উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল নাম্বার
দরখাস্ত লেখার সংক্ষিপ্ত নিয়ম
নিবাই অফিসার এর কাছে সঠিকভাবে দরখাস্ত না লিখলে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হইবে না তাই এই দরখাস্তটি নিয়ম অনুসারে আপনি দরখাস্ত সঠিকভাবে লিখবেন। অনেক জায়গায় অনেক রকম সমস্যা সৃষ্টি হচ্ছে যেমন স্কুল-কলেজে বিষয় নিয়ে নিয়ে ভাই অফিসারের কাছে দরখাস্ত লিখতে হয়।
স্কুল বিষয়ে, কলেজ বিষয়ে, মাদ্রাসা বিষয়ে, আরো গ্রামগঞ্জে অনেক ক্ষেত্রে রাস্তাঘাটের জন্য দরখাস্ত লিখতে হয় উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত লেখার নিয়ম। দরখাস্তে প্রথমে বাম পাশে তারিখ দিয়ে শুরু করতে হয় তাই এই দরখাস্ত তো একই নিয়ম ভাবে তারেক দিয়ে শুরু করতে হবে। তারপরে বরাবর কমা দিয়ে উপজেলা নিয়ে ভাই অফিসার তারপরে আপনার উপজেলার নাম,
আরো পড়ুন: চেয়ারম্যান বরাবর দরখাস্ত লেখার নিয়ম
আপনার জেলার নাম এরপরে আপনার যে বিষয়ে দরখাস্তটি লিখবেন সে বিষয়ে লিখে দিবেন। এরপরে জনাব দিয়ে কমা দিবেন তারপর যথা বিনীত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদিত নিবেদন এই যে আমি তারপরে আপনার নাম গ্রাম ডাকঘর জেলা উপজেলা লিখে আপনার যে বিষয়টি দরখাস্ত লিখতেন সে বিষয়টি তুলে ধরবেন।
আমি পুরো দরখাস্তটি আপনাদেরকে লিখে দেখাবো। তা বাদেও সংক্ষিপ্তভাবে নিয়মগুলো লিখে দিলাম যাতে আপনাদের এই নিয়মগুলো পড়লে মনে থাকে বারবার তো ওয়েবসাইটে এসে দেখে দেখে লেখা যাবে না সে কারণে আমি লিখে দিলাম যাতে আপনার সুবিধা হয়।
- দরখাস্ত লেখার নিয়ম ২০২৪
- প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম
- শিক্ষকদের ছুটির দরখাস্ত লেখার নিয়ম
- কলেজে ছুটির দরখাস্ত লেখার নিয়ম
- অফিসে ছুটির দরখাস্ত লেখার নিয়ম
নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত
আগেই বলেছিলাম দরখাস্তে বাম পাশে তারিখ দিয়ে শুরু হয় তাই আমি প্রথমে বামপাশে তারিখ দিয়ে শুরু করলাম আমার মতন আপনিও একই নিয়মে আপনার বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত লেখার নিয়ম লেখবেন।
তাং ০১/০৫/২০২৪ ইং
বরাবর,
উপজেলা নির্বাহী অফিসার
মোহনপুর, রাজশাহী।
বিষয়ঃ মাদ্রাসা সংলগ্ন রাস্তার ঝুঁকিপূর্ণ গাছ কর্তন প্রসঙ্গে।
জনাব,
যথা বিনীত সম্মান প্রদর্শন পূর্ব বিনীত নিবেদন এই যে আমি মোঃ কামরুল হাসান মোল্লা সভাপতি মোহনপুর হাফেজিয়া মাদ্রাসা গ্রাম কুড়িলপাড়া ডাকঘরঃ শাখার পাড়া, উপজেলাঃ মোহনপুর, জেলাঃ রাজশাহী। আমাদের মাদ্রাসাটির ভবনের সাথে কিছু ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে যা মাদ্রাসার কমিটি কর্তৃক রুপনকৃত। গাছগুলো সামান্য ঝড় হওয়ায় ভবনের উপরে পরে ভবনটি ক্ষতিগ্রস্ত হতে পারে যা ছাত্রদের প্রাণনাশের কারণও হতে পারে। এমতা অবস্থায় গাছগুলো কত্তন করা অতীত জরুরি।
অতএব, মহোদয় উক্ত গাছগুলো কর্তনের অনুমতি প্রদান করে ভবন ও ছাত্রদের জীবন রক্ষায়আপনার একান্ত মর্জি হয়।
নিবেদক
মোঃ কামরুল হাসান মোল্লা
সভাপতি মোহনপুর হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহি বর্ডিং
মোহনপুর রাজশাহী
মোবাইল নং 01732*********
এইভাবে উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত লেখার নিয়ম ফলো করে লিখলে আপনার দরখাস্তটি গ্রহণযোগ্য অবশ্যই হবে। এলোমেলোভাবে দরখাস্ত লিখলে সে দরখাস্তে ভালো লাগা সৃষ্টি না হলে সেই যে কেউ হতে পারে যা নির্বাহী অফিসার না গ্রামের একজন প্রধানকে ভালো ভাবে না লিখলেও আবেদনটি কিংবা দরখাস্তটি গ্রহণযোগ্য হয় না।
তাই কারো কাছে দরখাস্ত করতে গেলে সঠিক নিয়মে সঠিকভাবে দরখাস্ত লিখলে আপনার দরখাস্তটি গ্রহণযোগ্য হবেই। আপনার যদি এই আর্টিকেলটি পড়ে উপকৃত হন তাহলে ভালো একটি কমেন্ট করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যাতে অন্যজনও উপকৃত হয়।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url