থানায় অভিযোগ দরখাস্ত লেখার নিয়ম

থানায় অভিযোগ দরখাস্ত লেখার নিয়ম আমাদের বাংলাদেশে অনেক ক্ষেত্রে অনেক অভিযোগ থানা বরাবর ইনচার্জ বরাবর কিংবা পুলিশ সুপার বরাবর অভিযোগ পত্র লেখা প্রয়োজন হয়।
সে ক্ষেত্রে আপনি হয়তো বা অনেক ওয়েবসাইটে অনেক খোঁজাখুঁজি করেও সঠিকভাবে একটি অভিযোগ পত্র লেখার নিয়ম খুঁজে পাননি। তাই আজকে আপনার সাথে আলোচনা করব থানা বরাবর ইনচার্জ কাছে কিভাবে একটি অভিযোগ দরখাস্ত পত্র লিখবেন।

ভূমিকা

অভিযোগ পত্র লেখার নিয়ম প্রথম থেকে শেষ পর্যন্ত সঠিকভাবে আপনি যদি অভিযোগপত্রটি লেখেন তাহলে আপনার পত্রটি গ্র্যান্ড হবেন ইনশাল্লাহ। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি পাওনা টাকা নিয়ে যে অভিযোগ পত্রটি লেখা লাগে সে বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং সে বিষয়টি নিয়ে আমি একটি দরখাস্ত লিখে দিব যাতে আপনাদের অনেক সহযোগিতা হয়। আপনি আমার এই দরখাস্ত টির নিয়মে আপনার বিষয়টি নিয়ে আমার এই দরখাস্তুর সাথে মিলিয়ে বা আমার এই দরখাস্তটি নিয়মে লিখলে আপনার অভিযোগটি গ্র্যান্ড হইবে। থানায় অভিযোগ দরখাস্ত লেখার নিয়ম

সূচিপত্র অভিযোগ পত্র লেখার নিয়ম

শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পত্র লেখার নিয়ম
কারো বিরুদ্ধে অভিযোগ পত্র লেখার নিয়ম
চেয়ারম্যান বরাবর অভিযোগ পত্র লেখার নিয়ম
অভিযোগ পত্র লেখার নিয়ম গার্মেন্টস
অফিসিয়াল অভিযোগ পত্র লেখার নিয়ম
উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ পত্র লেখার নিয়ম

কি ভাবে অফিসার ইনচার্জ বরাবর দরখাস্ত লেখবো


বরাবর,
         অফিসার ইনচার্জ দুর্গাপুর রাজশাহী।
বিষয়ঃ পাওনা টাকা ও ট্রাক ভাড়া টাকা প্রসঙ্গে অভিযোগ।

           প্রথম পক্ষ দাতা 
মোঃ কফিল উদ্দিন সরকার                                       
পিতাঃ মৃত কামাল উদ্দিন সরকার  
গ্রামঃ ব্রহ্মপুর                                                               
উপজেলাঃ দুর্গাপুর, জেলাঃ রাজশাহী।                                              

দ্বিতীয় পক্ষটির ডান পাশে থাকবে
       দ্বিতীয় পক্ষ গ্রহীতা
    মোঃ শহিদুল ইসলাম
পিতাঃ মোঃ আজাদ আলী
         গ্রামঃ নন্দীপাড়া
উপজেলাঃ বাগমারা,জেলাঃ রাজশাহী।

জনাব,

      বিনীত নিবেদন এই যে,আমি প্রথম পক্ষ দাতা মোঃ কফিল উদ্দিন সরকার, পিতা: মৃতঃ কামাল উদ্দিন সরকার, গ্রাম: ব্রহ্মপুর, উপজেলা: দুর্গাপুর, জেলার: রাজশাহী। আমি দ্বিতীয় পক্ষ মোঃ শহিদুল ইসলাম, পিতা: মোঃ আজাদ আলী, গ্রাম: নন্দিপাড়া, উপজেলা: বাগমারা, জেলাঃ রাজশাহী। আমি গোপালপুর পান আড়ৎতে হইতে প্রথম পক্ষের ১০ চাকা বিশিষ্ট একটি ট্রাক যাহার নাম্বার যশোর ট ১১ ৪৯ ৪৪ প্রতি সপ্তাহে ০৩ টি করে টিপ বা ২৪০০০ টাকা ভাড়া ব্যবস্থা করে দিব বলে জামানত হিসেবে প্রথম পক্ষের নিকট ১,৩০,০০০ (এক লক্ষ ত্রিশ) হাজার টাকা নিয়া ট্রাকটি চালাইতে থাকে । ট্রাকটি চালাইতে ০২ ভাড়া ব্যাপারে এক পেয়ারার কথা টাকা কাটি হয় মানে দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের যে ট্রাক ভাড়া টাকাটি জামানতের টাকা মহামিয়ার পরে আগামী ১১/০৭/২০২৪ ইং তারিখে হইতে ১১/০৮/২০২৪ ইং তারিখে পরিশোধ করে আপনার ট্রাক পান আড়ৎ হইতে বিদায় করে দিবো। কিন্তু বড় দুঃখের বিষয় যে আমার পাওনা টাকা না দিয়ে ১৮/৭/২০২৪ ইং তারিখে আমার ট্রাকটি আউট হইতে বিদায় করে দিয়েছে। অদ্য বদি আবার পরিশোধ করে নাই। টাকা চাইলে আজ দেবো কাল বলে টাল বাহানা করে আসিতেছে। 

অতএব, মহোদয় আমি বুদ্ধ্যবান হয়রানি আর হয়রানি বদ্ধ করে আমার পাওনা আদায়ের লক্ষ্যে আপনার একান্ত সহযোগিতা কামনা করি।



              ইতি

মোঃ কবিউল উদ্দিন সরকার
পিতা মৃত কামাল উদ্দিন সরকার
          গ্রাম ব্রহ্মপুর
উপজেলা দুর্গাপুর জেলা রাজশাহী
মোবাইল নং ০১৭৩০*********

থানায় অভিযোগ দরখাস্ত লেখার নিয়ম এইভাবে আপনার কোন যদি অভিযোগ থাকে লেনদেনের অভিযোগ তাহলে আপনি আমার এই দরখাস্তটির নিয়মে আপনার সমস্যাটি তুলে ধরবেন এবং কম্পিউটারে নয় শুধু হাতে লিখলেও আপনার আবেদনটি গ্যারেন্ট হইবে

আপনি যদি এইরকম আরো দরখাস্ত ইউনিয়ন পরিষদের দরখাস্ত এবং উপজেলা বরাবর দরখাস্ত আবার বিভিন্ন রকমের পৈত্তায়ন পত্র নিয়ম গুলো জানতে চান তাহলে আমার এই ওয়েবসাইটে ফলো দিয়ে রাখুন এবং এই বিষয়গুলি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধু মাধ্যমে সাথে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার সাথে শেয়ার করে দিন যাতে আপনিও উপকৃত হন অন্যজনও উপকৃত হয় ধন্যবাদ আপনাকে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url